মনের কথন
– শুক্লা রায় চৌধুরী
ফুরিয়ে যাওয়া ভালোবাসার দেখা যদি মেলে-
জানতে ভুলো না কেমন করে কাটছে তার দিন;
কত সুখ বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে ওই শরীর!
বিবাদহীন দুপুর আজও কি যায় আলস্যে গড়িয়ে?
কনে দেখা আলো লুকোচুরি খেলে সে জানলায়!
রাতজাগা চোখে এখনও চলে কি ঘুমের ওই পাহারা?
আচ্ছা সরলীকরণ করা গেছে জটিল কাটাকুটির অঙ্ক?
নাকি সব মিলেমিশে একাকার ভুলের সেই খাতায়!
তবে আমার কিন্তু বেশ ভালোই বয়ে চলে সময়,
তাচ্ছিল্য আর অবহেলা, সে তো এখন অভ্যাসের দাস;
সুর হারিয়ে কত বেসুরো রাত ঝরে পড়ে আঙুল গলে-
শুকিয়ে যাওয়া কান্নার দাগও ভুলে বিবাগী কোন এক পথে;
প্রতি রাতে আলতো হাতে যন্ত্রণার লালন করি বুকের খাঁচায়,
মনখারাপি-বিকেল পেয়ালায় স্তরে স্তরে জমা হয় অভিমান;
অতীত স্মৃতি আস্তে আস্তে জাঁকিয়ে বসছে আমার মজ্জায়,
বিশ্বাসের ঘরে অন্ধত্বের চাবুকে ক্ষত বিক্ষত হয় মন।