কবিতা- ঘুর্ণি

ঘুর্ণি
– দীপঙ্কর বিশ্বাস

 

 

যত সঞ্চয়ে আপন মন ভরাই
ফেলে আসা সে স্মৃতির মোড়ক
আগামীর পথ স্বপ্নের দোলাচল
দেখি শুনি জ্বালি প্রদীপ্ত জাক।
ফেলা আসা পথ পেছনের কথা
ছোটছোট বহমান খুশির গান,
সমুখের পথ জীবনের ক্যানভাস
আঁকিবুঁকি কেটে থাকে অভিমান।
জীবন ফসিল জমা ভাঁজে ভাঁজে
আমিও হারাই প্রতি মরশুমে,
যাবই যখন অন্য কোন পোড়া বাড়ি
থাকব উচ্ছল এ এলোপাথাড়িতে।

Loading

Leave A Comment