ত্রিভুজ
– শান্তনু বন্দোপাধ্যায়
1917-এর অক্টোবর – নভেম্বরে,
পুরনো নুতন ক্যালেন্ডারে,
শেষ জারের হলো পতন,
রুশ বিপ্লবের বীজ বপন।
চে-মারাদোনা দুটি নাম,
ডাক্তার- ফুটবলার জনতার প্রাণ,
লেখক থেকে যোদ্ধা গেরিলা,
আর্জেন্টিনা ছেড়ে পৌছাল কিউবা।
বাতিস্তা তাড়িয়ে ফিদেল প্রেমী,
লাতিন আমেরিকার শ্রমিক শ্রেনী,
দেখল এবার বলিভিয়ার পাশে,
চে এসে জুড়ল বসে।
ঘাতকের হাতে মৃত্যু চের,
ফুটবলার হলো এক ফিদেলিস্তা,
বিপ্লবের হাওয়া ছড়িয়েছে ঢের,
বাড়ে দমন পীড়নের আপেক্ষিকতা।
হারিয়েছি অনেক আগেই দুটি বাহু,
মারাদোনার মৃত্যুতে ত্রিভুজ হবে না কভু।।
খুব ভালো লাগলো