রাগিনী বিস্তার
– সুমিত মোদক
আমার মতো করে আমি সাজিয়ে নিয়েছি আমার উঠান;
আমার চরাচর ভূমি …
অথচ দেখি কিছু নাম না জানা পাখি সকাল বিকাল গান গেয়ে যায় আপন খেয়াল;
এতো দিনে তাদের সঙ্গে এক সখ্যতা গড়ে উঠেছে;
সে কারণে আমার কোনও একাকীত্ব নেই;
নেই শূন্যতা;
তবে মহাশূন্য বলয় থেকে ছুটে আসা ধূমকেতুরা মাথার উপর দিয়ে চলে যায়;
ঝরে ঝরে পড়ে জ্যোৎস্না-রেণু;
তোমাকে এক সময় নিয়ে আসবো আমার চরাচর ভূমিতে,
আমার বাউল সুরে,
ক্ষ্যাপা জীবনে;
জীবন এখানে ইচ্ছা-ডানা, রূপকথার গল্প;
তোমাকে শোনাবো রূপকথার রাজকুমারীর
সব ফিরে পাওয়ার কথা;
তোমাকে দেখাবো এক অচিনপুর …
যেখানে আমার অবাধ বিচরণ, শব্দ-তরঙ্গ;
তোমার একাকীত্ব তোমাকে নিয়ে আসবে আমার কাছাকাছি,
আমার চরাচর ভূমিতে;
তার পর আকাশে বাতাসে উড়িয়ে দেবো আমাদের চাওয়া, না পাওয়ার স্বপ্নগুলোকে;
সে গুলো উড়তে উড়তে, উড়ে যাবে মহাশূন্যের দিকে;
সেখানেই জন্ম নেবে এ মহাজাগতিক সংসার;
আমাদের ভবিষ্যতের রাগিণী বিস্তার।