অপেক্ষায় এক জীবন
– তমালী বন্দ্যোপাধ্যায়
সব অনুভূতি দেখানো যায় না।
যেমন সব ভালোবাসা গুছিয়ে বলা হয়ে ওঠে না।
ভালোবাসা আছে বলেই তো তোমাকে খুঁজি।
ভালোবাসা আছে বলেই তো তোমার কথা ভাবি।
ভালোবাসা আছে বলেই তো তোমার অনুভবের সঙ্গী হই।
ভালোবাসা আছে বলেই তো তোমার অপেক্ষায় কেটে যায় অনন্ত সময়।
এই ভালোবাসার কোনো শর্ত নেই–কোন প্রত্যাশা নেই।
শুধু ভালোবেসে আনন্দ আছে।
অপেক্ষার বৃষ্টিতে ভিজতে ভিজতে পথ হাঁটি।
কখন যেন এই ভালোবাসাটাই আমার সঙ্গী হয়,
আমার সাথে পথ হাঁটে।
আর আমি তখন মনে মনে বলি,
পৃথিবীর সবটুকু ভালোবাসা তোমার হোক।
তুমি যদি এখন তোমাকে ভুলে যেতে বলো!
সে’ও কী সম্ভব!
ভুলে যাও বললেই কী ভুলে যাওয়া যায়?
এই যে এত ঘন্টা, মিনিট, সেকেন্ড, দিন, বছর ধরে তোমাকে ভালোবাসলাম,
তোমার অপেক্ষায় থাকলাম,
হয়তো তার থেকেও অনেক অনেক বেশী সময় লাগবে তোমাকে ভুলতে।
কিন্তু এত সময় কি আমার হাতে আছে?
তারচেয়ে এই ভালো-
তোমার অপেক্ষায় কাটিয়ে দেবো এই একটা জীবন।