Site icon আলাপী মন

কবিতা- ইন্দীবর

ইন্দীবর

-অমল দাস

          ১

একদিন পোড়া মাটি, চড়া রোদ,

ছেঁড়া কবিতা ফেরী করতে যাবো-

তোমার বাড়ি। তোমার গলি, তোমার উঠোন,

তোমার আঙিনায় ছড়িয়ে দেবো

আমার নশ্বর দেহের ছাই।

তুমি কলকল-ছল বইতে থেকো, বইতেই থেকো-

ভেঙে যাক পাড়, ডুবে যাক ঘর

ভেসে যাক মরা মানুষের দেহ…

তোমার তো আর শ্রাবণ আসে না..

          শ্রাবণ শুধু আমারই অহংকার।

ছেঁড়া কবিতার নৌকা করে ভাসিয়ে দিও

আমার উপসর্গ উপরোগ।

আমি অশোধিত তরল জ্বালানী ঢেলেছি

ক্কাথহীন শব্দ-বর্ণের বৃন্ত ক্ষুন্ন পাতায়

পুড়ে যাক, তারপর ধোঁয়া, তারপর-

গ্যাস পিণ্ড, তারপর স্বেচ্ছা মৃত্যুর তারা..

একদিন মৃত আলো নিয়ে ঝাঁপিয়ে পড়বো

পৃথিবীর তোমার ওপর।

আমি তোমার নয়, আমার বুকেই ক্ষত করেছি কত..

কত বীজ পুঁতেছি –অঙ্কুরহীন জীবন।

ঊষার আলোর বিন্দু ঢেলে তাকাও এই গর্তে

শ্রবণের অতিশাব্দিক তরঙ্গে ভেসে আসবে

জল-পাতাল-জল…

রক্ত শুধু রক্ত- লাল আর লাল

হার-খুলি-কঙ্কাল ভেঙে এগিয়ে যাই আমি

তুমি মরীচিকার মত হারিয়ে যাও মরুর বালি-পেটে

আমি তোমার শরীর ছুঁয়ে নীল হতে চাই পৃথিবী,

নীল…

Exit mobile version