Site icon আলাপী মন

অণু কবিতা- যখন প্রতিবাদ

যখন প্রতিবাদ
– সুজিত চট্টোপাধ্যায়

 

 

কপালে চিতা জ্বলছে
বুকে পাথরের স্তুপ।
এখানে সূর্য আগুন ঝরায়
সমুদ্র এসিড।
রোবসপিয়র এখনো জীবিত
গিলোটিন পরাস্ত মিথ্যা চাতুরীর কাছে।
প্রতিটি গৃহের কোনায় কোনায়
দানা বাঁধছে যুদ্ধ।
ইতিহাস ফিরে ফিরে আসে
এবার পদপিষ্ট হও রোবসপিয়র,
কিষাণ দল হাঁটছে, চোয়াল শক্ত করে
ভয় বেড়ালকে দেখিও, ওরা বাঘের বাচ্চা।

Exit mobile version