Site icon আলাপী মন

কবিতা- ছায়াসঙ্গী

ছায়াসঙ্গী
-সমীর হালদার

 

 

যন্ত্রনার বুকে মাথা রেখে
অনেকটা পথ হেঁটে এসেছি।
অনেকটা বসন্ত…অনেক অভিমানে পুড়েছে
আমার একলা আকাশ;
মেঘলা দিনের বৃষ্টিভেজা পাখি।
আজ সময়ের বুকে মাথা রেখে হেঁটে চলেছি;
হেঁটে চলেছি মায়াহীন এক নতুন সভ্যতার পথে।
পিছনপানে তাকিয়ে দেখলাম
ঠিক আমার মতোই এক অবয়ব!
নিস্প্রাণ নির্বাক তাকিয়ে রইলাম।
জানতে চাইলাম, কে তুমি শব্দহীন এই জোছনায়?
মায়াহীন অন্য সভ্যতার পথে আমার সঙ্গী হয়েছ?
অখন্ড নীরবতায় উত্তর খুঁজে পেলাম।
বুঝলাম, মায়াহীন এই নতুন সভ্যতার পথে
আমার সঙ্গে আমি ছাড়া
আর কেউ নেই….কিছুই নেই।

Exit mobile version