Site icon আলাপী মন

কবিতা- নাম দিও তবে

নাম দিও তবে
– অতীশ দীপঙ্কর

 

 

শব্দের মধ্যে শুয়ে বসে গুলি ছুড়ছে কেউ কেউ;
আমি বলছি না ঘুরিয়ে দাও সে নির্দেশিকার দিকে,
তবে বুঝিয়ে দিতে পারি মুখে বোনা হচ্ছে ঘৃণার বীজ।
শত্রু অনেক তাই চলো মিছিল করতে যাই!
নিজের সন্তানের মুখে চোখে- চোখ রেখে
অন্তত শিউরে উঠি চলো যাই!

জানালার পাশের আসনে বসে ভালো লাগে বৃষ্টি
আর ধুয়ে দেওয়া শরীরের প্রেমিকা অঘ্রাত মুখ;
সে কোল জুড়ে আদরের বিদেশী কুকুর মাখামাখি।

খবরের কাগজের শেষ শহর সংস্করণেও
নীতিতে থাকল না সকলের চোখ-
খবরওয়ালারা কী প্রতিদিন সুস্থ মানুষকে নিরোগ রাখে!
শুধুমাত্র উস্কে দেয় ইন্টারেকসন বিচরণ ঠাট্টা তামাশা প্রতিক্রিয়ার ভন্ডামি!
কবিতা লেখার একটি পর্যালোচনা মাত্র করছি এটি

Exit mobile version