কবিতা- ভালো আমিও বেসেছিলাম

ভালো আমিও বেসেছিলাম
– সীমা চক্রবর্তী

 

 

আকাশ জুড়ে রামধনু রঙ দেখো যদি তুমি
বৃষ্টি শেষে স্বচ্ছ মেঘের দেখো অগ্রগামী..
যদি দেখো তুলসী তলায় জ্বলছে দীপের আলো,
জানবে তবে আমিও তোমায় বেসেছিলাম ভালো।

এই তো সেদিন নদীর কূলে পাঠিয়েছিলে ডাক,
তোমার আসার পথ চেয়ে চেয়ে স্তব্ধ আমি বেবাক।

একটা দুটো খেয়া আসে, ছলাৎ ছল্ জলে,
আসবে কি না ভেবে মনে টানাপোড়েন চলে।

দিন ফুরিয়ে রাত্রি এলো উঠলো নদী জেগে,
ভাসলো দুকূল ভরা কোটালে পাড়ে আঘাত লেগে।

জানিনা কখন ভাসালো আমায় আছড়ে এসে ঢেউ,
হঠাৎ করেই ডুবে গেলাম জানলো নাতো কেউ।

আজও আছি তোমার জন্য কায়া বিহীন ছায়া,
আষ্টেপৃষ্টে জড়িয়েছি তোমার সম্মোহনী মায়া।

কখনো যদি দেখো তুমি চাঁদের গায়ে দাগ,
শেষ বিকেলে হলুদ রঙা ভাসছে অস্তরাগ….
যদি দ্যাখো ভোরাই সূর্য গিলছে রাতের কালো
জানবে তবে আমিও তোমায় বেসেছিলাম ভালো।

Loading

Leave A Comment