কবিতা- আজ‌ সারারাত

আজ সারারাত
– সুমিত মোদক

 

 

সারাটা রাত বাউল আখড়ায় ;
সারাটা রাত তোমার সঙ্গে এক সুরে …

রাত জাগছে রাত , রাতকে ছুঁয়ে রাত;
রাত যে আজ বড় মায়াবী অজয় নদী ছুঁয়ে;
নদীতে এখন জোয়ার বাউল সুরে সুরে,
তোমার বুকে জুড়ে;

কেন্দুলীর মাটিতে তোমাকে নিয়ে পালিয়ে বাঁচি,
তোমার সমাজ থেকে, তোমার জীবন স্বরলিপি থেকে;
একতারার সুরের যাদুতেই বাজছে ঘুঙুর;
কবি জয়দেবের পংক্তি,
গীতগোবিন্দ;

রাঙামাটি পথ ধরে তোমাকে নিয়ে যেতে পারি তমাল তলায়;
এই মাঝরাতে …
নিয়ে যেতে পারি অজয় নদীর চওড়া বুকে,
জ্যোৎস্নায় ভিজে ভিজে,
পরকীয়া প্রেমে;

সকাল হলেই কি তোমার সঙ্গে আমার কন্ঠিবদল!
আরেক ক্ষ্যাপা জীবন!
আরেক বাউল রাগিনী …

এক আখড়া থেকে আরেক আখড়ায়,
এক পংক্তি থেকে আরেক পংক্তি,
অজস্র স্বরলিপি;
কেবল, তুমি সঙ্গে আছো বলেই
আমার এই বাউল জীবন,
ঈশ্বর সাধনা;

আজ সারারাত তোমার সঙ্গে ভিজে যাবো
সুরে সুরে,
হৃদয় জুড়ে;

জয়দেবের মেলায় এলে তোমাকেই কেবল খুঁজে পাই বার বার, প্রতিবার।।

Loading

Leave A Comment