সেলাম সাহসী স্বেতলানা
– শান্তনু বন্দোপাধ্যায়
ছোট্ট দেশের মেয়ের আজ অনেক বয়স,
চুম্বক চোখে, সন্ধানী মনের জন্ম বেলারুশ।
একবিংশ শতাব্দী শুরুর বছরে হল ইতিহাস,
রুশভাষায় স্বেতলানার লেখায় এলো সভ্যতার পরিহাস।
অভাবনীয় ছিল স্বেতলানার কাছে নোবেল জয়,
কলমে চেরনোবিল তুলেছিল ঝড় স্বেতলানা অকুতোভয়।
নির্ভীক সাংবাদিকতায় নজরে ছিল সোভিয়েট – আফগান যুদ্ধ,
বহুস্বরভুক্ত লেখায় তার সাহিত্য হল সমৃদ্ধ।
রাশিয়া, ইউক্রেন, পোলান্ড, লিথুনিয়া, লাটাভিয়া চারপাশ,
বেলারুশের বাবা, ইউক্রেনের মায়ের যত্নে স্বেতলানার বিকাশ।
তবু তাকে ছাড়েনি বেলারুশ করেছিল তাকে বদ্ধ,
চিকিৎসার জন্য জার্মানী গেলেন মুচলেকায় কন্ঠরুদ্ধ।
রাজনীতির প্যাঁচের বাঁধন খুলে আরো স্বেতলানা আসুক,
সারাবিশ্বের শূন্য গহ্বরে অনেক অনেক প্রতিবাদ আনুক।