Site icon আলাপী মন

কবিতা- শুধুই আমাকে

শুধুই আমাকে
– শুক্লা রায়চৌধুরী

 

 

শুধুই আমাকে ঘিরে আছে আলোর বন্যারা,
চুঁয়ে পড়ছে শরীর বেয়ে তাদের অস্তিত্ব;
আলোকিত পরিসরে মাখামাখি কত স্বপ্ন
তাদের দেখা মেলে গোপন অভিসারের রাতে।

শুধুই আমাকে ছুঁয়ে মেলছে প্রজাপতির হাজার ডানা,
পরাগ রেনুর তুলির টানেই অপরূপ এক সাজ;
সে সাজ দেখার বড্ড সাধ ছিল তোমার জানি!
কিন্তু চিতা ভস্মই পেয়েছো আমার শরীর জুড়ে।

শুধুই আমাকে নিয়ে বেড়ে উঠছে নিষিদ্ধ প্রেম,
কত অলীক হাতছানি আঁকিবুকি কাটছে চোখে;
মিলিয়ে যাচ্ছে কল্পনার অতল সমুদ্রের গভীরে-
অবচেতনে আবার গুটিগুটি পায়ে আছন্নতায় মুড়বে।

Exit mobile version