Site icon আলাপী মন

কবিতা- শেকল মুক্তি

শেকল মুক্তি
-রাণা চ্যাটার্জী

 

 

অবাধ্য শব্দের সাথে “শেকল” মানান সই
তবুও তোমার অনুগত সুজনকে বেড়ি পড়ানোর চেষ্টায় অহেতুক বিড়ম্বনা জেনেও
আঁকড়াও কেন সে অস্থির পথ!

বুঝেও না বুঝতে চাওয়ার জেদ,
আখেরে সম্পর্কে ফাটল ধরানোর ক্ষেত্রে যথেষ্ট।

দুশ্চিন্তা তো আসবেই টালমাটালে পরিস্থিতিতে,
তাবলে স্থিতাবস্থায়”এই বুঝি ক্ষয়, কি হয় কি হয়!
অহেতুক চিন্তা আনে এক প্রকার ভালো থাকতে,
ভালো রাখতে না পারার মতিভ্রম।

সব জেনেও পরিস্থিতি যখন আয়ত্বের বাইরে,
মান অভিমান ঘর্ষণে-বর্ষণে অনেকটা পথ চলা,

তখন উপলব্ধিতে আসে শুদ্ধ বন্ধুত্ব অনেক
দামি, তাকে খবরদারিতে নষ্ট করা বোকামি।

দূর হোক সন্দেহ নামক চড়া প্রলেপ আস্তরণ,
প্রখর ষষ্ঠ ইন্দ্রিয় যখন অতন্দ্র পাহারায়,
অযথা চিন্তায় ভালো বন্ধুকে অণুবীক্ষণ যন্ত্রের
নিচে পরীক্ষা, বিশ্বাসের শিকড়ে কুঠারাঘাত।

উপলব্ধিতে আসা বাঞ্ছনীয়
স্বাধীন প্রত্যেকের নিজস্ব কিছু স্বত্তা, আপনজগৎ,
দায়-দায়িত্ব পরিচিতির স্বাভাবিক বাধ্যবাধকতা।

ছিঁড়ে যাক অস্বস্তিকর শেকল পরিশুদ্ধ বন্ধুত্বের
গভীর গোপন রসায়নে,সন্দেহের ল্যাকটিক
অ্যাসিডে নষ্ট না হোক পবিত্র প্রেম।

Exit mobile version