“আয়না”
– উজ্জ্বল সামন্ত
উষসী এককথায় প্যারাগন বিউটি। ওর রূপের ছটায় যে কেউ ক্রাশ খায়। এই রূপ একদিন কাল হল, এসিডের হামলায় ক্ষতবিক্ষত। প্লাস্টিক সার্জারির পর ডাক্তার মুখের ব্যান্ডেজ খুলবে। ইতস্ততঃ মুখে বলেন, ভেঙে পড়ো না..
উষসী: আয়না নিয়ে আসতে বলে।
ডাক্তার: কেন?
উষসী : কতটা বদল হয়েছে দেখব …নিজের চোখে। ওরা অ্যাসিড বাল্ব ছুঁড়ে আমার মুখটা পুড়িয়ে দিয়েছিল, কিন্তু আমার মনোবল ভেঙে দিতে পারেনি। ওদের যোগ্য শাস্তির ব্যবস্থা করব, সমাজের স্বার্থে, যাতে এই ঘৃণ্য কাজের পুনরাবৃত্তি না হয়…