Site icon আলাপী মন

কবিতা- পথের পথিক

পথের পথিক
– মঙ্গল মন্ডল

 

 

পথ হারানো পথিক হয়ে
দিশেহারা চোখ
পথের ধারে রয়েছি পড়ে ,
আমি ক্লান্ত দেহ নিয়ে
বটবৃক্ষের ছায়ায় নিদ্রায় রয়েছি অঘোরে,
পথের ওই শিশু কাঁদে খিদের ঘোরে ,
আমি কান্নাগুলো শুনেছি শুধু
থামাতে পারিনি তারে কোলে করে,
আমি নির্বাক বোবা ঠোঁটে
পঙ্গু অঙ্গের দেহ এ ধনী শরীরে,
কুমারী মা ধিক্কারে মরে ,
ঠকিয়েছে কে আর কাঁদছে কারা!
আর মরছে কারা?

পথহারা পথিক আমি
খুঁজে চলি পাহাড়ের চেয়েও কিছু দামী,
আমি দেখতে চাই সব কষ্টের অনুভবের সাগর ,
পথশিশু, পীড়িত গৃহবধূ, গরীবের অন্নহারা কান্না,
চাই শুধু সব অশ্রুর গহনা,
ছেলেটার হতাশার চিতকারও শুনি কানের ভেতর!

আমি অমানবিকের থেকেও বেশি পাষান,
দেখি সব, ইচ্ছা রাখি প্রবল তবু বাস্তব হয় না গান,
সেদিন এক অসহায় মা
দু’হাত বাড়িয়ে ভিক্ষা চেয়েছিল যখন,
এক-দু’টাকা যদিও হাতে সে পেল
চোখে বাঁচার ভিক্ষাটা কেউ দেখেছিল?
এখানে সকল স্থানই যেন জীবন্ত এক মরুভূমি আর শ্মশান।

Exit mobile version