পরিচ্ছদ
– অতীশ দীপঙ্কর
জীবনের দাম সব চেয়ে বেশি;
যদিও পৃষ্ঠায় পৃষ্ঠায় সাদাকালো আঁকিবুকি লেখা।
জীবন খাতায় ভরা চড়াই উতড়াই
সুখী সুখী আঁকা ব্যথা।
প্রতি দিন আঁধারে বেঁচে থাকে
সূর্যের কাছে হারানো আলোর ছটা,
তুতপোকার স্বপ্নবাসা আঁকাবাঁকা শরীরে
শীতের সকাল জুড়ছে নিঃশব্দে শুষ্কতা।
একে একে ছাল ওঠা গাছের বাকলের মতো
যুদ্ধেও বসন্তের অপেক্ষায় থাকবে,
বসন্ত নতুন পাতা আর ফুলে সাজছে এতো;
মরা ডালেও কি ফুল পাতা ফিরবে!
পৃষ্ঠার সাদা পাতায় কালো কালো ছাপ দেওয়া;
আঁকে একদল কালি ছেটানোর শীতল মাথা,
নিয়ত সাঁতারেও যদি করে তারা হুল ফোটানোর চেষ্টা
তবে বৃথা হবে; খিল না খুলে যেমন ভাঙে দরজা।।