উপহার
-অমল দাস
আমার বিনিদ্র নিশি…
রজনীগন্ধা করে তোমায় উপহার দিলাম,
ফুল স্বরূপ তুমি একই সূত্রে তার মালা গেঁথে নিও।
স্বর্গীয় বাগ হতে যথেচ্ছ তুলে নাও….
আমার মন্দিরে দিতে হবেনা একটিও,
তুমি তোমার আরাধ্য দেবতার চরণে সব দিও।
আমার শৈত্যের রাত…
রেশমকীট করে তোমার হাতে সঁপে দিলাম,
তুমি রেশমের শাল করে অবয়ব ঢেকে নিও।
উন্মুক্ত বাগের শেষ কীট তুলে নাও…
আমার জন্য রেখ না রেশম সুতো একটিও,
তুমি তোমার প্রাণপুরুষকে উষ্ণ চাদরে জড়িয়ে নিও।
আমার নির্বাক নিশি…..
প্রেমের ধ্বনি করে তোমার কণ্ঠে দিলাম,
তুমি সুর বেঁধে বসন্তের গান ধরে নিও।
সমস্ত স্বরলিপি তুমি নিয়ে নাও….
আমার জন্য রেখ না স্বরধ্বনি একটিও,
তোমার গানের ভেলায় তোমার প্রিয়তমকে ভাসিয়ে নিও।