অন্য আবেগ
(মায়াকোভস্কি অনুসরণে)
– শান্তনু বন্দোপাধ্যায়
রাতটা ছিল বুঝে নেবার,
যদি সে এবং আমি
প্রেমিক যুগল হতে পারি
রাঁতের আধারের আচ্ছাদনে,
দেখ কেউ কিন্তু দেখতে পেত না।
সত্য আমি তার উপর ঝুঁকে ছিলাম,
যা করেছিলাম সেটাও সত্য।
আমি বলেছিলাম দয়ালু পিতার মত,
এ সব আবেগে চর্বি।
অতএব তুমি কি দূরে চলে যাবে না?
দূরে চলে যাও প্লিজ।