Site icon আলাপী মন

কবিতা- সর্বজনীন

“সর্বজনীন”
– রাখী চক্রবর্তী

 

 

উদ্যেশ্যে, লক্ষ্য বিন্দু যদি ঠিক থাকে,
তবে তোমার স্বপ্ন সফল হবে।
স্বপ্ন যদি জেগে দেখো
তোমার বিবেক জাগ্রত হবে।
যত শুদ্ধ আবেগ জমা করবে বিবেকের ঘরে
তুমি ততই প্রস্ফুটিত হবে
নতুন ছন্দে, নতুন ভাবে।
আর তোমার ইচ্ছেগুলো জন্ম দেবে
ভালভাবে বেঁচে থাকার তাগিদকে।
বাস্তবের মুল্যায়ন শুরু করবে যখন
নিষ্ঠা, সততা, ভালবাসার সুরক্ষা চক্রে বাধা পড়বে তোমার মন
ঘৃণা, অহঙ্কার, মোহ
ত্যাগ করতে করতে
তুমি হয়ে উঠবে প্রকৃত মানুষ, সত্যিকারের মানুষ
শ্রদ্ধা ভক্তিতে নত হবে তুমি বারবার।
যা কিছু অশুভ শক্তি যা কিছু খারাপ, তোমার দৃষ্টির জৌলুসে হবে ছারখার।
আজ নয়তো কাল তোমার অস্তিত্বে, তোমার আদর্শে পথ চলবে প্রেমময় এ বিশ্ব সংসার।

Exit mobile version