Site icon আলাপী মন

কবিতা- আবার দেখা হবে

আবার হবে দেখা
– মঙ্গল মন্ডল

 

 

প্রথম প্রেমের পাতা শেষ,
আবার তাকে শুরু করতে হবে নতুন করে,
সাজানো মন কাঁচের মতো যখন ভাঙল,
এদিক ওদিক তাকিয়ে সে দেখল, কেউ নেই !
ভালোই হয়েছে ,
কেউ শুনতে পায়নি ,
নইলে কাঁচ ভাঙার শব্দে
কত কথা শুনিয়ে দিত,
কত দোষে হত সে চরম আসামী;

তাকে কাঁচ কুড়িয়ে গলিয়ে আবার আকার দিতে হবে,
আর একবার আয়না বানাতে হবে
আবার হবে নতুন মুখশ্রীর চোখের সাজ;
ভুলতে হবে
অতীতের অভাগা আয়নার মতো পুরোনো মনকে,
সে পারবে কি?
নতুন বইয়ের পাতা এখনও সুগন্ধে ভরা,
কিছু লেখা নেই ,
নতুন করে কাহিনী হবে এক অটুট প্রেমের,
একবার ভেঙে যদি আবার গড়া যায় তবে
সে নতুনের ভাঁজে ভাঁজে ভাঙা দাগ থাকলেও
যত্ন বাড়ে, পাছে না পড়ে যায়,
পাছে না প্রতীক্ষা আবার বেড়ে যায়!
ভালোবাসা অমর হতে পারে,
জীবন নয়….!
একজীবনে অমর হয়েই শতবার বাঁচতে হয় ,
প্রেম যদি অবিনশ্বর হয় তবে দেহের কি দোষ ?

Exit mobile version