অন্নদাতা
– সঞ্জিত মণ্ডল
অন্নদাতার অন্ন যারা কাড়তে চাইছে জোর করে আজ,
করপোরেটের দালাল কারা সার বুঝেছে দেশ ও সমাজ।
বিফল কথা বিফলে যায় মিথ্যে বুলির ঢক্কানিনাদ,
অন্নদাতা ভরসা পেলে বাঁঁচবে তবে দেশ আর সমাজ।
তদ্বির আর তদারকি বুজরুকিরই আর একটা ধাঁচ,
অনড় অন্নদাতা বোঝে চালাকিটার নতুন সে ছাঁচ।
নিজের ভালো সবাই বোঝে কালা কানুন কি দরকার আজ,
লুটবে যারা ক্ষেতের ফসল তাদের জন্যে পেটাচ্ছো ঢাক!
আজকে যারা লাগামছাড়া লোটার জন্যে পেতেছে ফাঁদ,
তাল ঠুকছে তাদের সাথে করপোরেটের সন্ধানী বাজ।
তুমিও খাবে আমিও খাবো বখরা হবে আধা আধি,
অন্নদাতার পা ধরে আয় সবাই করি সাধাসাধি।
সমর্থন কেউ করে নাকো তবুও দেখি কতোই লাফাস,
সংখ্যার জোরে পাশ করেছিস মুখটা ঘরে গিয়েই লুকাস।
কানুন যদি কালা কানুন কে মানবে সে আইনটা আজ,
অন্নদাতার সহিষ্ণুতা কদিন রুখবে ভাবুক সমাজ।
শর্ত দিলে আলোচনা হয় কিভাবে কে বলবে আজ,
বুরারির ময়দানে শুনি ব্যারিকেড ভাঙার আওয়াজ ।
সরকার যখন পিছু হটে কমিটি কমিশন গড়ে,
বুঝতে হবে ঘাড় ভেঙেছে আন্দোলনের প্রবল ঝড়ে।
গঙ্গাজলের দিব্যিতে কি আজকে কোথাও চিঁড়েও ভেজে,
ঘোর কলিকাল অন্ধ বিকাল গঙ্গাজলেও মিথ্যে চলে।
সব কথা তাই বিফলে যায় ছল চাতুরীর মরণ খেলা,
অন্নদাতার মান ভাঙাতে আগুন নিয়ে করছো খেলা!
বলছে না কেউ গলদ কোথায় কালা কানুন তুলতে হবে,
বুড়ো আঙুল দেখিয়ে ভাবো এমনি করেই দেশ চালাবে!
কালা কানুন আগুন জ্বালায় আজকে দেখো সারা দেশে,
কালা কানুন রদ না হলে দেখে নিও কি হয় শেষে।।