একটা রাতের জন্য
– সীমা চক্রবর্তী
রাত্রি জাগা স্বভাব আমার
আঁধার আমার সাথী,
তুমিও এসো, কাব্যিক চয়নে
ছন্দের মালা গাঁথি।
তারায় ভরা আকাশের নিচে
সবুজ শ্যামল ঘাসে,
এসো না একবার চুপটি করে
বসতে আমার পাশে।
জমাট নীরব নিঃস্তব্ধ রাতে
হৃদয়ের ধ্বনি শুনবো,
খসা তারায় আঁচল ভরিয়ে
স্বপ্নের জাল বুনবো।
রাত্রিজলে ভিজবো যখন
জাগবে শিহরণ মনে,
হারাবো তখন মধ্যনিশায়
সুনিবিড় আলিঙ্গনে।
নিঝুম রাতের গন্ধে আছে
মাতাল করা নেশা,
পাগল পাগল সেই সুরাতেই
প্রাণের সুধা মেশা।
ভেজা ঘাসে থাকবো শুয়ে
সাজবো দুজন বন্য,
হবে কি তুমি সঙ্গী আমার
একটা রাতের জন্য ?