কবিতা- ফিরবেনা

ফিরবেনা
-অযান্ত্রিক

 

 

সব সেলামের ,কিছু গল্প থাকে,
ভয়েতে ভক্তি , কিছু অল্প থাকে।
দেখোন হাসির জানি বাজারটা খুব
ফায়দা লোটার লোভ ,সেটাই অসুখ।
ভুগছি আমি তুমি ,ভুগছে সবাই,
ছেলেটা হারিয়ে গেছে ,ফিরবেনা তাই।

ঢেকেছি মূর্তি ছবি,ঢেকেছি মালায়,
অভিনয় জারি জুড়ী শাসন চালায়।
মিছিলে হেঁটে হেঁটে প্রচারই করি,
বোকা লোক ভাবে সেটা, প্রভাতফেরী,
শিরদাঁড়া নেই আজ থাকে বাঁধা হাড়,
ছেলেটা হারিয়ে গেছে ,ফিরবেনা আর।

কেতাবি ধারণা বুলি মঞ্চের থেকে
ছুঁড়ে দিই মিথ্যে জনতার দিকে।
আমার ভক্তি শুধু ধরতে বাজার
দেশকে মা বলে ডাকছিনা আর
যেখানে ক্ষমতা দেখি সেই দিকে যাই,
ছেলেটা হারিয়ে গেছে ,ফিরবেনা তাই।

স্বাধীন অথচ বাঁচি বন্দী দশায়,
প্রতিবাদী নাম বদলায় দ্রোহিতায়
নেতা অভিনেতা খুনে ফারাকবিহীন,
ঘন কালো রাত দেখে বলছি সুদিন।
দেখি জানি বুঝি তবু চুপ যে সবাই
ছেলেটা হারিয়ে গেছে ,ফিরবেনা তাই।

ফিরছে না ,সেই ভালো ,ফিরলে মরণ
আদপে দৈত্য সব দেবতা গরণ।
জাত ভাষা ধর্মের বিভেদের পরে,
লড়ে যাই নিজেরাই দেশখানা মরে।
পাশে আছি বাঁশে আছি বলছি সবাই,
ছেলেটা ছেড়েছে দেশ, ফিরবেনা তাই।

Loading

Leave A Comment