কবিতা- শব্দেরা অসহায়

শব্দেরা অসহায়
-রীণা চ্যাটার্জী

ধূলো মেখে অলিতে গলিতে, শব্দরা অসহায়
চায়ের টেবিলে তর্কের তুফানে পিরিচ পেয়ালায়
রাজপথ শ্রোতা হয়, ঝড় ওঠে- থেমে যায়,
তাপের ক্ষরণে আঙিনায় ভাপ ওঠে ঘেমে যায়

কিছু প্রেম, মিঠে কথা- ঘুম ভাঙার অলসতা
খোঁজে ছাপ ফিসফাস, জন্মের বাতুলতা
ঘিরে আসে চারপাশে শব্দের মুখরতা,
হাসি সব কেড়ে নেয়.. ক্রন্দনে কাতরতা।

তবু স্রোত বয়ে যায় ক্লান্তির ধাপ বেয়ে
ভেসে চলে, ডাঙা খোঁজে- জীবনের বৈঠায়।
শব্দেরা হাটে- মাঠে সময়ের খরচায়
শৈবাল জ্বরে কাঁপে, তাপটুকু শুষে খায়
সাজানো কিছু কথা, ঠাঁই নেয় জলসায়
কিছু বা সাজানো থাকে বাণী আর ভরসায়
গলি থেকে রাজপথে মিছিলের তরজায়
তপ্ত লোহিত ধারায় তাল-সুর ধুয়ে যায়
স্থবিরতা গ্ৰাস করে ভয়াবহ কড়চায়
ভাষণের ধারাপাতে, দিনলিপি লেখা হয়
ক্ষমতার অলিন্দ মাঝে দ্বন্দ্বে- ধান্ধায়
শব্দেরা অসহায়….

Loading

6 thoughts on “কবিতা- শব্দেরা অসহায়

Leave A Comment