Site icon আলাপী মন

কবিতা- দস্তয়ভস্কি উবাচ

দস্তয়ভস্কি উবাচ
– শান্তনু বন্দোপাধ্যায়

 

 

বোকারা বলে বেশী কথা প্রয়োজন ছাড়া,
সর্বদা মনের আনন্দে থাকে হয়ে আত্মহারা।
প্রকৃতি, আত্মা, ভালোবাসা হৃদয় ভরে থাকে,
মস্তিষ্ক সেখানে অপাংক্তেয় যুক্তি ধরে রাখে।

পুষে রাখা রাগে জন্ম নেয় হতাশা,
হতাশা অনুদিত মনে লালিত জিঘাংসা।
সভ্যতার মাত্রা জানা যায় সে দেশের কারাগারে,
ঈশ্বরহীন সমাজে সবকিছুর অনুমতি এই বিশ্বসংসারে।

শিশুদের সাথে থাকলে আত্মা শান্তি পায়,
তাড়িয়ে অ-সুখ সুখসন্ধান তখনি পাওয়া যায়।
স্বপ্নে যে প্রেম হয় তা বড়ো মোহময়,
জীবন রঙ্গে স্বপ্ন ভঙ্গে হয়ে যায় মৃন্ময়।

বুঝিনা আমরা ভুল যারা করে তাদের বলি পিশাচ,
যা কথা হলো সবই কিন্তু দস্তয়ভস্কি উবাচ।।

 

Exit mobile version