Site icon আলাপী মন

কবিতা- নখদর্পণে

 

নখদর্পণে 

-কাজল দাস 

 

 

আমরা যারা বুদ্ধি হত মানুষ
বুদ্ধি কিনি সস্তা সহজ দামে
হার মানতে সহজে নতজানু
দোষটা লিখি অদৃষ্টের নামে

রাজতন্ত্র সমাজতন্ত্র-এ পিষে
পৌষ্টিকতন্ত্র- হয় যে নাজেহাল
পোয়াতি চাঁদ অন্ধকারে মিশে
ঘরে ফেরে, সঙ্গে বাসি ডাল

তবু বড়াই আমরা বেমিসাল
মোগো ছাড়া হয়না নির্বাচন
হারি জিতি পোক্ত গাত্র ছাল
ডাইনে বামে আমরাই জনার্দন

তালিকা ভুক্ত সংখ্যায় বারোটা
আবালবৃদ্ধবনিতা ও নর-নারী
যদিও আমরা আকৃতিতে গোটা
তবু মাথাই গোনে আদমশুমারি।

Exit mobile version