সৃষ্টি
-সুদীপা ধর
আমার একটা প্রশ্ন আছে ‘সৃষ্টি’ কে
তুমি কে? কোথা থেকে এসেছো?
কোথায় তুমি যাবে?
সৃষ্টি বলে– আমার গাছের শিকড় ছড়িয়ে আছে তোমাদের মননে, তোমাদের প্রতিভার মাঝে,
এই ধরিত্রীর বুকে অসংখ্য শিল্পীর বাস
যেখানে শিল্পীরা সযত্নে লালিত করে তাদের স্বপ্নের আকরকে
আমাকে তারা নিজের মত সাজায়, গহনা পরায়।
আচ্ছা সৃষ্টি বলতো শুধু কি শিল্পীরাই তোমার কদর করে, আর কি কেউ নেই বন্ধু?
আছে তো.. এই অনন্ত বিশাল পৃথিবীর
গুণী সুধীজনেরা, তাদের মাঝেই তো আমি জীবন পাই, তারাই তো দ্রষ্টা, তারাই বিচারক, সেখান থেকেই হয় আমার উত্তরণ,
সেখানেই আমার পরীক্ষা, সেখানেই আমার জিত
শিল্পীরা তো শুধু রূপ দেয়, জল দেয়, সার দেয়,
কিন্তু………
হে বন্ধু আমার মূল্যায়ন কোথায় জানো..
সুধী বন্ধুদের সুন্দর মননে… তাদের হৃদয়ে
সেখানেই আমার জয়, আমার সার্থকতা।