তোমার-আমার
– সীমা চক্রবর্তী
তোমার জোনাক ভেজা হাসি,
আমি মন – যমুনায় ভাসি।
তোমার মদির কন্ঠ স্বরে,
আমি পুড়ছি প্রবল জ্বরে।
তোমার হংস মিথুন চালে,
আমার রক্ত ছড়ায় গালে।
তোমার শরীর উপচে সুখ,
আমি শুষে নিতে উন্মুখ।
তোমার বাউল নেশার ডাক,
আমার নৌকা ভেসেই যাক।
তোমার চোখে প্রেমের জল,
আমার হৃদয় ছলাৎছল।
তোমার নিপুণ অভিনয়,
আমার সত্যি মনে হয়।
তোমার প্রেম-নদী জেরবার,
আমি মরছি ডুবে বারবার।