Site icon আলাপী মন

অণু কবিতা- বীজমন্ত্র

বীজমন্ত্র
– সুজিত চট্টোপাধ্যায়

 

 

ভালো থেকো..
বললেই কী ভালো থাকা যায়?
শর্ত আছে না,
ভালো রাখার শর্ত; পুরণ করেছিস?
না? হায়, তবে হলো না।
বীজ বপন কর, তবে তো ফসল,
ভালোবাসার, ভালোরাখার আনন্দ ফসল।
নে, এইবারে ভালো থাক
এইভাবে আজীবন,
ভালো রাখাই ভালো থাকার বীজমন্ত্র ।।

Exit mobile version