অণুগল্প- প্রতিবন্ধকতা

প্রতিবন্ধকতা
– উজ্জ্বল সামন্ত

 

 

সৌভিক হুইল চেয়ারেই স্কুলে আসে। একটা রোড এক্সিডেন্টে ওর ডান পা ক্ষতিগ্রস্ত হয়। বুদ্ধিমত্তা ও অন্যান্য অ্যাকটিভিটিতে ভীষণ ভালো, ক্লাসের ফার্স্ট বয়। একবার স্কুলের অ্যানুয়াল স্পোর্টস এর আগের দিন ওর এক বন্ধু ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলল, সৌভিক, তুই কি ‘গো অ্যাজ ইউ লাইক’-এ নাম লেখাবি?

উত্তরে সৌভিক বললো- না রে, আমি অংশ নিতে পারবো না কোনো ইভেন্টে।
বন্ধু- কেন?
সৌভিক- কয়েকটা ইভেন্টে স্যার আমাকে জাজ হতে বলেছেন, তাই।
বন্ধুটি সৌভিকের কথাগুলো শুনে মাথা হেঁট করে দ্রুত চলে গেল…

Loading

Leave A Comment