Site icon আলাপী মন

কবিতা- আহুতি

আহুতি
– রীণা চ্যাটার্জী

ভিড় জমায় রোজ শব্দেরা কোলাহলে
মুখরিত এপার ওপার আগাছা-জঞ্জালে,
শর্তহীন সংলাপে ধূলো জমাট হয়
শর্তের বেড়াজালে মনে জাগে ভয়।
মাঝিহীন নৌকার পালে বাতাসের ভর
অবুঝ দোলায় ব্যাকুল শব্দের ঘর,
বন্যার করাল গ্ৰাসে মিছে ভাসে আশা
শেষ নয়, রেশ নিয়ে চলে যাওয়া-আসা।
তবু আসে জড়ো হয় অমানিশার রাত
দলছুটের দলে ভাগ জোছনার সাথ।
কিছু পাপ নেয় চাপ, কিছু খোলা পাতা
উড়ে যায়, বলে যায় বাহ্যিক কথকতা,
আর কিছু জমা হয় জীবন্মৃতের ঘাটে
মুঠোবন্দী অপেক্ষার পারানি নিয়ে হাতে।
সঙ্কোচের নিঃশব্দে আকুতির মালা গেঁথে
আহুতি দেয় সবশেষ জীবনের অশ্বমেধে।

Exit mobile version