তোকে আমি আর চাই না
– শম্পা সাহা
যখন চলে গেছিস তখন ফেরার কথা আর ভাবিস না
তুই ভাবলেও আমি ভাবতে দেবো না
না, আমি প্রেমিকা হলেও ন্যাকা প্রেমিকা নই
যারা সারাজীবন প্রেম প্রেম করে হেদিয়ে মরে
জানিনা কোনো স্বর্গে তাদের জন্য কোনো মূল্যবান সিংহাসন রাখা আছে কিনা?
থাকলেও আমার চাই না
যেদিন আমি কালো বলে মুখ ফিরিয়ে নিয়েছিলি
হাজার চুমু খাবার সময় চোখ বোজা ছিল
তাই বোধহয় আগে গায়ের রংটা চোখে পরেনি
যেদিন আমার বাবা গরীব বলে শুনিয়েছিলি
“বিয়েতে চার লাখ খরচ, তা তো আর তোর বাবা দিতে পারবে না, তাই দেরীতে বিয়ে”
অথচ তার আগে মাত্র দু’মাস আগেই আমরা বিয়ে করবো প্রতিশ্রুতি দিয়ে
ফাঁকা ঘরে আমায় ছুঁতে তোর বাধেনি
তখন এসব টাকাপয়সা হিসেব নিকেশ তুচ্ছ
একটু একটু করে আমাকে শুষেছিস
আর তোর মোহ মিটতে মিটতে তলানিতে
সামান্য দোষে আমাকে এক কথায় ছেড়ে যেতে তুই দুবার ভাবিসনি
পিছন ফিরে তাকাসনি একবার ও
তারপর জীবনের কানা গলিতে ঠোক্কর খেতে খেতে যখন মনে হয়েছে
আমি বোধহয় ভালো ছিলাম আরো অনেকের চেয়ে
আমার দোষগুলোই তখন গুণ হয়ে গেল
থাক চাইনা তোর ঐ ড্যামেজ কন্ট্রোল
যে একবার ছেড়ে যেতে পারে
সে বারবারই পারে ভরসা ভাঙতে
জানিস তো ভাঙা কাঁচে যতো জোড়া লাগাস
চিড়টা কিন্তু থেকেই যায়
আমার চিড় ধরা জীবন বা সম্পর্ক কোনোটাই চাইনা
সেদিন তুই আমায় ফিরিয়ে দিয়েছিলি
আজ আমি তোকে ফিরিয়ে দিলাম
তোকে আমি আর চাই না।