Site icon আলাপী মন

কবিতা- একটু উষ্ণতার জন্য

একটু উষ্ণতার জন্য
-পাপিয়া ঘোষ সিংহ

 

 

তোমার উষ্ণতায় গলে যাচ্ছিল মনের বরফ
বাঁধভাঙা উচ্ছাসে বয়ে চলছিল সে,
যাত্রাপথের দু’পাশে সেই মিঠা জলের স্পর্শে-
রঙবেরঙের হরেক ফুল স্বপ্ন রচনা করছিল।
পাখিরা গাইছিল জীবনের গান।

হঠাৎ ব্যস্ততার ঝোড়ো হাওয়ায় সব উলোটপালট হয়ে যাচ্ছে,
প্রেমের নাব্যতা কমে গেছে,
দু’কুল ছাপিয়ে- স্বপ্ন ভাঙার কান্না।

ভালোবাসার ভাটায় ফুলগুলো নুইয়ে পড়ছে,
নদীর জলোচ্ছ্বাস স্তিমিত, গতিপথ বড়‌ই বন্ধুর।
বসন্ত আসছে না বলে শীত বিরাজমান
জড়তায় কু়ঁকড়ে যাচ্ছে এ মন।

পাখিরা পরিযায়ী হয়ে উষ্ণতার খোঁজে
পর্ণমোচী জানান দিচ্ছে ঝড়ে যাওয়ার যন্ত্রণা।
তুমি আসবে, ভালোবাসবে? উষ্ণতা ছড়াবে-
হিমালয় থেকে কন্যাকুমারিকা।
দিশেহারা আমি শুধু একা ——-

Exit mobile version