Site icon আলাপী মন

কবিতা- সঙ্গীহীন

সঙ্গীহীন
– সীমা চক্রবর্তী

 

 

ইচ্ছে ছিলো আরও কিছু পথ চলবো একসাথে
আরও কিছু কথা’র হবে দেওয়া – নেওয়া,
কেন থেমে যাবো মাঝপথে…
কেন মৃত্যুর কাছে নতজানু হওয়া….!
জানি..বড় দুর্গম এ পথ…জানিনা কতদূর আর
বাঁকের মুখে নিথর তুমি, সইলো না ক্লান্তিভার।

যে কাজল চোখে এতো আশ্বাস সেজেছিল
কেন তাকে আজ করলে নীমিলিত,
যে দেহে ছিলো এতো প্রাণ, আজ
পথ-মাঝে অনাদরে অবহেলিত।
যে হৃদয়ে ছিলো আস্ত পলাশের বন
কন্ঠে ছিলো মৃত্যু জেতার শপথ
সে হৃদয়ের স্বত্বে রক্তচোষা মাছি ভনভন।

আজ তুমি নেই তাই একা পথে নেই উত্তাপ,
মৃত্যুর কাছে ভিক্ষে চেয়ে
তোমাকে ফেরানোর সাধ্য আমার নেই
সফর সঙ্গী একজন…বেহুলা তো নই……
সামনে অভেদ্য অন্ধকার চাপ চাপ।
তবে জানি পথের শেষ পেয়ে যাবো ঠিকই
শুধু এই নিঃসঙ্গতাকে বড় ভয়
তোমার বিরহ আর কাহাতক সয়…
পথের মতো এ ব্যথাও বুঝি শেষ হবার নয়…..

Exit mobile version