তোমার জন্য
– সমীর হালদার
তোমার জন্য আঁকবো আকাশ
কিংবা বকের সারি,
তুমি চাইলে রামধনু রঙে
আমি রোদ্দুর হতে পারি।
তোমার জন্য রাখবো তুলে
হাজার পদ্ম ফুল,
তুমি চাইলে দুই দুই চার হবে
ভেঙে যাবে সব ভুল।
তোমার জন্য সন্ধ্যা প্রদীপ
মায়ের কুঁড়ে ঘরে,
তুমি চাইলেই জ্বলবে জোনাক
সূর্য্য ডোবার পরে।
তোমার পাশে হাঁটতে রাজি
কাঁসাই নদীর তীরে,
তুমি চাইলেই হারিয়ে যাবো
হাজার তারার ভিড়ে!
ভীষণ ভালো লাগলো কবি , মুগ্ধ হয়েছি ।