জীবন যাতনা
-অমিতাভ সরকার
আমার যখন সময় হল,
তুমি গেলে পাটে।
সেইখানেতে সুখে থাকো,
এই ইচ্ছা বটে।
কষ্ট ছিল -ভীষণ কষ্ট,
ছিলাম সামর্থহীন।
সুখ যখন স্বপ্ন দেখাল,
তুমি তখন বিবেকহীন।
বসন্তের এই খুশির সময়,
পড়ছে মনে বেশি।
আঁকতে গিয়ে তোমার ছবি,
নেই তো সেই খুশি।
রক্ত গোলাপ হাসছে দেখি,
নেই তাতে স্পৃহা।
প্রিয়া আমার কোন দেশেতে,
আনন্দ হারা হিয়া।
সুখের মধ্যে দুঃখ বোধ,
সেটাও জীবন জ্বালা।
প্রাপ্তি-অপ্রাপ্তির রুপ সায়রে,
এইতো জীবন খেলা।