Site icon আলাপী মন

কবিতা- হোক কলরব

হোক কলরব
-সঞ্জিত মণ্ডল

আর কতো কর বসাবে জানিনা কর দিতে টাকা ফাঁকা,
আয়করে ছাড় দেয়নি তো কেউ তুমি নও শুধু একা।
শিক্ষা স্বাস্থ্যে বরাদ্দ কমেছে ওগুলো দিয়ে কি হবে?
বোকা জনগণ শিক্ষিত হলে চালাকিটা ধরে দেবে।
হতাশ হয়েছে কতো করদাতা ছাড় কোনোটাতে নেই,
সুদে ও আসলে কর দিতে হবে বোকা এ জনতাকেই।
লকডাউন আর কর্মচ্যুতিতে জনগণ বেসামাল,
একশো দিনের কাজ প্রকল্পে স্তব্ধ সে বোলচাল।

পরিযায়ী যারা কাজ পেয়েছিলো শহরতলি ও গ্রামে,
বরাদ্দ ব্যয় কমিয়ে দিয়েছ যাবে কোন পরভূমে?
গ্রামগুলো যদি বেসামাল হয় দায়টা কে নেবে শুনি,
অর্থনীতির কালবেলা চলে এটা কি বধ্যভূমি!
করপোরেটের সুবিধা হয়েছে সবাই বলছে তাই,
গরীব শ্রমিক চাষিরা মরছে বোকা হাবা জনতাই।
কাজ নেই তার সংস্থানও নেই দারিদ্র সম্বল,
করপোরেটের দুনিয়া হাসছে তাদের বেড়েছে বল।
দিশাহীনতায় ভুগছে যে কারা বাজেট না জনগণ
একুশে আইনে মরছে কিষাণ বাজেট কুলক্ষণ।

ঘুরে দাঁড়ানোর দিশা নেই কারো দূরদর্শিতা কম,
হুক্কাহুয়াই বলবে শৃগাল গাঁজায় মেরেছে দম!
সরকার আর চাকরি দেবেনা বেসরকারিই সব,
নীতি হীনতায় স্তব্ধ দেশ আজ চারিদিকে কলরব।
ক্ষমতা পেলেই সব দাদা দেখি রক্ত চোখ দেখায়,
বোকা জনতাই ধোঁকা খায় বসে তারাই ভোটে জেতায়!
কলরব হোক হাটে ও বাজারে কলরব দেশময়,
বোকা জনতার আন্দোলনেই ফিরবে সে সুসময়।

Exit mobile version