কবিতা- কবিতা

কবিতা
-অতীশ দীপঙ্কর

 

 

অনুভবে কবিতা ধারণ পাত্রে যাপন চিত্র
প্রতিটি কবিতায় জীবনের কয়েকটি ছত্র।
নিরাশার দোলায় কবিতা অভিলাষ কথা
প্রবাহমান কালে ভেসে দোলিকায় দোলা।
কবিতা কাঁপায় কুল ছাপায় উদক চোখে
ভরে ঋদ্ধপ্রীতি নীতির শুভ্রশুদ্ধ আনন্দে।
কবিতা না হাসলেও আলো জ্বলে শোকে
বারুদের মতো জ্বলে ওঠে পাঠকের মনে।
হলে সে চিরন্তন জীবনের গল্পে নিয়ত রাত
কবিতা আলো হয়ে পাশে দাঁড়ানো প্রভাত।
অশুদ্ধতা অজ্ঞতা অন্ধকারের বিরুদ্ধ পথে
কবিতা সত্যসুন্দর নান্দনিক সৌন্দর্য রক্ষে।
নিকৃষ্টতা অবিচার অনাচার অনাসৃষ্টি গ্রাসে
গাঁথা জল-মাটি-বায়ু পাখপাখালিতে থাকে।

Loading

Leave A Comment