কবিতা- ভ্যালেন্টাইন্স উইক

ভ্যালেন্টাইন্স উইক
-পায়েল সাহু

 

 

7th feb

লাল গোলাপের কোমল ছোঁয়ায় শুরু যত ভালোবাসার
অজ্ঞাত এক কাঁটার খোঁচায় হৃদয় আকাশ মেঘ-মেদুর।
অহংকারী Rose Day এসে মনে করায় হারানো প্রেম,
ভালোলাগা আজ হারিয়েও তবু উঁকি মারে চেনা মুখের ফ্রেম।

8th feb

শখ করে আজ বসে থাকা পথ চেয়ে সকাল থেকে
লজ্জা মাখা আরক্ত মুখের ফুটছে হৃদয় তীব্রবেগে,
Propose Day র আশায় বসে অভিযোগেরা আজ জলাঞ্জলি,
দিন কেটে যায় রাত্রির আশায় নেভে আশার সব দীপগুলি।

9th feb

প্ৰিয় চকোলেটের স্বাদে নাকি ভালোবাসা বাড়ে দ্বিগুণ বেগে,
উপহারের জুড়ি মেলা ভার তার উৎসবে বা অনুরাগে।
Chocolate Day হেসে বলে যায় বৃথাই শুধু এ ভালোবাসা,
সবচেয়ে প্ৰিয় সঙ্গী বুঝি খুঁজেছে এবার নতুন বাসা।

10th feb

সবার প্ৰিয় আদুরে ভীষণ তুলোর নরম গোলা
রঙিন যত সাজপোশাকে ভাল্লুকের দল সাজে
Teddy Day উদযাপিত প্রেমিকার প্ৰিয় উপহারের নামে
পুরোনো প্রেম প্রাণপণ বাঁচে অপ্রত্যাশিত অবহেলার দামে।

11th feb

Promise Day সার্থক হোক ছেড়ে যাওয়ার অঙ্গীকারে
সারাজীবনের যত কথা হারাক কোনো অন্ধকারে
ভালোবাসার রঙিন খাম ভিজুক বরং চোখের জলে
আদুরে যত গোপন কথা ডুবুক কোনো গভীর জলে।

12th feb

স্পর্শরা সব দিশেহারা আজ ভালোবাসার আবদারের,
বিশ্বাস আর ভরসার বুক আজ ছোঁয়াচ বাঁচায় প্রশ্রয়ের |
Hug Day কেবল হাস্যকর তারিখ মাত্র ক্যালেন্ডারের,
প্রেমের শহর হাতড়ে বেড়ায় বলিষ্ঠ দুই কোমল হাতের।

13th feb

ঠোঁটের ছোঁয়া দোর দিয়েছে অজানা কোনো গুম ঘরে
মনপলাশী ছবি আঁকে পুরোনো দিনের রোমাঞ্চ ঘিরে
মনে মনেই পৌঁছে দেওয়া ঠোঁটের নরম উষ্ণতার
Kiss Day আজ হেসে বলে এসব ভীষণ অ-দরকার।

14th feb

মনের যেথায় আনাগোনা নিত্যদিনের অবসরের,
Valentine’s Day নিছক প্রতীক ভালোবাসা জাহিরের।
প্রাণের মাঝে তারই ছোঁয়া, বুকের ওমে বাস
ভালোবাসার টান থাকবে মনে অভিমানীর বারোমাস।

Loading

Leave A Comment