চেনা ছন্দে-অচনা আবহ

চেনা ছন্দে-অচনা আবহ
-রীণা চ্যাটার্জী

সুধী,
জীবন অভিযানে চেনা, প্রিয় মুহূর্তরা আবার দোরগোড়ায়- ফিরে পাওয়ার অপেক্ষায়। স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে ব্যাকুল শৈশব-কৈশোর-যৌবন আর হ্যাঁ, অবশ্যই শেষ দিনগুলো প্রিয়জনের সঙ্গসুখের উষ্ণতায় সেঁকে নিতে জীবনের বার্ধক্য। ঘরবন্দী জীবন যেন বিষফোঁড়া হয়ে উঠছে, ঋতুরাজের পদধ্বনিতে তাই উচাটন মন। ঋতুরাজের আগমন আর ভালোবাসা এক অমোঘ বন্ধনে আবদ্ধ। ক্যালেন্ডারের ভালোবাসা দিবসের ভালোবাসা বিনিময় পর্বের সাথে সাথেই বসন্তের আলাপ শুরু। তারপরই সরস্বতী পুজো- কোনোরকমে প্রতিমার সামনে দু’টো গাঁদা ফুলের অঞ্জলী দিয়েই পরীক্ষার ফলাফলের একটা আকুতি জানিয়েই বছরের কাঙ্খিত প্রথম কুলটা মুখের ভেতর ফেলে দিয়েই মন উচাটন- কখন দেখা হবে? “দেখা হয়েছিল তোমাতে-আমাতে..” গানে গানে প্রাণে প্রাণে আলাপের ক্ষণ। ভালোবাসার রঙ হলুদ আজ- আজ সরস্বতী পূজা। দেবীর আরাধনায় সাজো সাজো রবের মাঝে বসন্ত যেন কানে কানে বলে, এসে গেছি দখিনা হাওয়ার সাথে রঙের সম্ভার নিয়ে।

বিদ্যার দেবীর আরাধনায় সব আছে, শুধু মনে হয় বিদ্যে-বুদ্ধি লোপ পেয়েছে। চারপাশের বাস্তব তাই বলছে- নাহলে এতো কদর্য কথা ওড়ে কেন আশে পাশে? শালীনতা কোথায় যে বেড়াতে গেল! ফিরে আসবে তো? না কি পথ হারালো?
সংস্কৃতি এখন বহুল প্রচলিত একটি কথা- ব্যানারে শোভা পায়।
মানবিকতা- শাক দিয়ে মাছ ঢাকার প্রচেষ্টা।
বসন্ত এসে মনে দোলা দিলেও, দেবীর আরাধনা বিধিবদ্ধ দিনে ফুল-শাঁকালুতে সেজে উঠলেও চেতনা ঘরে তালাবন্ধ। ওটা না খুললে সব বৃথা। আশা থাকুক উত্তরসূরীরা উত্তর দেবে, চেতনার ধ্বজা উড়বে ওদের দৃঢ়প্রতিজ্ঞ মুষ্ঠিতে যা কেড়ে নেবার সাহস কোনো কালো হাতের থাকবে না। ..হোক শুরু আঠোরোর জয়ধ্বনি।

বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা, আগামীর শুভকামনা আলাপী মন-এর পক্ষ থেকে।

Loading

Leave A Comment