Site icon আলাপী মন

কবিতা- একা-একলা

একা-একলা
– উজ্জ্বল সামন্ত

 

 

প্রশ্ন কর তাকে যে নিঃসঙ্গ,
একা থাকার যন্ত্রণা কেমন কুড়ে কুড়ে খায়
জীবন সে ভালই জানে।
ভালোবাসা তার কাছে ফানুস ঠকেছে যে বারংবারে।
ভুল করেছিল নিঃস্বার্থ ভালোবেসে প্রশ্ন জাগে অজ্ঞাতবাসে?

ভালোবাসার মাকড়সার জাল কখনো জড়িয়ে আষ্টেপৃষ্ঠে,
ঘৃণায় মুখ লুকিয়ে ঠকে যায় প্রেম নিঃশব্দে,
সুখ বলতে কী বোঝায়, সংজ্ঞা কোথাও আছে!
দুঃখ বলতে হা হুতাশ নীরবেও মন কাঁদে অলক্ষ্যে।

অনুভূতি আবেগ মূল্যহীন আজ চাহিদার নিরিখে
খাঁটি মন নিষ্পাপ মুখ কোথাও যেন লুকিয়ে অদৃশ্যে,
ভালোবাসা অদৃশ্য অদ্ভুত খেলা শুরু হয় নেপথ্যে,
সঙ্গী কখন একলা পথিক জীবন পথের নানা বাঁকে।

নিশুতি রাতে বৃষ্টির শব্দে কান্না মিশে যায় যখন,
ঠিক-ভুলের মাশুল গুনছে প্রভাতফেরি মুহূর্তরা এখন,
অতীত স্মৃতি বেদনাদায়ক সুখের ঘরে চুরি তখন
খেলাঘর ভেঙে ছারখার নীড়ের খোঁজে একা একলা মন।

Exit mobile version