Site icon আলাপী মন

কবিতা- তোমার তরে

তোমার তরে
-অমিতাভ সরকার

 

 

পলাশ নিবেদন করবো তোমার শ্রী চরণে,
ছিল মনে ইচ্ছে।
নিবেদন করে দেখলাম তোমার অবয়ব,
কি সুন্দর তুমি।
তুমি আমার প্রেয়সী হবে না! তুমি আমাকে জড়িয়ে রাখবে না!
তোমার শিল্পকলা, তোমার বিদ্যা, তোমার আদর
পেতে আমি উৎসুক।
তুমি আমাকে জড়িয়ে থাকো না প্রিয়া,
পছন্দের সব দেব।
পলাশ ছাড়াও বসন্তের আম্রমুকুল, যবের শিষ, টুসটুসে কুল, রাঙাআলু।
আর কি চাও তুমি? বসন্তের ফুল, দখিনা বাতাস, সেটাও বরাদ্দ।
শুধু একটু আদর করবে, মাথায় একটু হাত রেখে বিলি কাটবে।
মিষ্টি করে বলবে পাগল কোথাকার, বলবে,
আছি আমি সাথে।

Exit mobile version