Site icon আলাপী মন

কবিতা- আমার ভালবাসার মতো

আমার ভালবাসার মতো
– সুমিত মোদক

 

 

আমার পুবের সূর্য রাঙা হয়ে উঠলে,
তোমার চরাচর ভূমিতে জাগে নবজাতক;
সুরে সুরে ভরিয়ে তোলে পাখির কলতান …

আমার পুবের সূর্যের নাম– আবেগ;
যখন তাকে নাম ধরে ডাকি
সে তখন একটু একটু করে ছড়িয়ে দেয় আলো;
তোমার উঠানে,
তোমার হৃদয়ে…
আর তখন তুমি হয়ে ওঠো একটা শুভ্র সকাল;
আমার গোপন প্রেয়সী;
তখনই তোমার পায়ের নূপুর বেজে ওঠে
বিলাবল রাগে;
শুরু হয় বসন্ত উৎসব …

বসন্ত এলে দখিনা বাতাসের কানে কানে বলে দি,
আমার জন্য সাজিয়ে রেখো রাঙা পলাশ,
আমার জন্য ছড়িয়ে দিও রাঙা মাটির ধুলো
পথে পথে;
এ ক্ষ্যাপার জন্য …

আমার মাঝ গগনের সূর্য
যখন উত্তাপের উত্তাপে ভরিয়ে দেয় ভিতর ও বাহির,
আমারই চরাচর ভূমি,
তখন তার নাম রাখি– ভালোবাসা;
আমার ভালবাসা …

তখন তুমি ঝোরা থেকে স্নান সেরে উঠে আসো জানি;
আপন সুখে চুলের খোঁপায় গুঁজে রাখো পাখির ঝরে পড়া পালক,
জংলি ফুল;
আমি তখন তোমার রাঙামাটি ধুলো মেখে
একতারাটি বাজাতে শিখে গেছি;
শিখে গেছি জন্মান্তরবাদের তত্ত্ব;

সারাটা আকাশ জুড়ে রোদ্দুর ছড়িয়ে পড়লে
আমি আমারই ছায়াকে ধরাতে চাই,
আমার মতো করে;
ঠিক যেভাবে ধরে রাখতে চাই তোমাকে,
তোমার আচার-আচরণ,
তোমার কৃষ্টি-সংস্কৃতি,
পরম্পরা;
আর আমি ফিরতে চাই ভূমিপুত্র হয়ে …

আমার পশ্চিমের সূর্য যখন গোধূলির আলো
মাখিয়ে দিতে থাকে,
তখন আমি মধুবন্তী রাগে তোমাকেই খুঁজি;
তাই, আমার পশ্চিমের সূর্যের নাম রেখেছি –
অনুরাগ;
সারাটা হৃদয় রঙে ওঠে …

মহাপ্রস্থানের পথে তোমাকে সঙ্গে নেবো না কোনও দিন;
তুমি থেকো সুখে, শান্তিতে তোমারই মাটির উঠানে ,
ধামসা, মাদলের বোলে;
আমি তখন উড়ে আসবো রাতচরা পাখি হয়ে
তোমার উঠানের পলাশ গাছটার ডালে;
ডেকে উঠবো প্রথম প্রহরে;

আমার জন্য রেখো কেবল, তোমার সরল হৃদয়;
হৃদয় উজাড় করা ভালবাসা;
আর, পরবের গান …

তোমার জন্য প্ৰথম সকালের আলো দেবো;
দেবো দুপুরের রোদ্দুর, গোধূলির আভা;
তুমি কেবল রাঙা থেকো সহজ-সরল-নিরন্তর ভালবাসায়,
আমার সূর্যের মতো, আমার ভালবাসার মতো।

Exit mobile version