কবিতা- প্রেমের ইতি

প্রেমের ইতি
-অমিতাভ সরকার

 

 

পরিপাটি করে একটু ধরে রাখতে পারলে না।!
ফাগুন মাস উষ্ণ ভালোবাসার দিন,
কোকিলের কুহুতান;‌ পলাশের রংয়ের সাথে তোমার ওষ্ঠ ভিজিয়ে গাইতে পারতে কোরাস।
কৃষ্ণচূড়া রাধাচূড়ার ঢলাঢলি দেখে তোমার মনটা ভিজে ওঠেনি।
দখিনা বাতাস তোমার হৃদয় কাঁপায়নি!
একগুচ্ছ অশোক হাতে নিয়ে তুমি প্রেমের কবিতা শোনাতে পারতে,
নিদেনপক্ষে বিকেলের রোদ মুখে নিয়ে প্রতিচ্ছবি দেখাতে পারতে।
কিছুই করলে না তুমি।
তোমার প্রেম গুনগুনিয়ে উঠলো না ভ্রমরের মত।
ফাল্গুনের প্রাক গোধূলিতে গোঠের রাখালের মত বাঁশি বাজাতে পারতে।

নতুবা গোধূলির আকাশটাকে এঁকে উপহার দিতে পারতে।
ফাগুনের প্রেম নীরবে শেষ হয়ে গেল।
রক্ত গোলাপের পাপড়ি ঝরে গেল
তুমি কান্না শুনতে পেলে না।

Loading

Leave A Comment