Site icon আলাপী মন

কবিতা- সমাজের কথকতা

সমাজের কথকতা
– সীমা চক্রবর্তী

 

 

চেনা শহরটাও মাঝে মাঝে হয়ে যায় অচেনা,
জীবনের পরিধিতে মন কুহকের চুপকথারা
চোখ-ভুলানো হাসির আড়ালে লুকিয়ে রাখে কান্না।
জীবন মানে একাঙ্ক নাটকের নিভৃত কথা,
আলোর নিচে অন্ধকারে উল্টো নিয়মে অঙ্ক কষা
যত হয় ভুল, তত আক্রোশ নেশা…

দিন যাপনের পরিবৃত্তে নাছোড় ভাবনারা
ভাঙছে আর গড়ছে,
প্রতিটি মুহূর্তের সাথে লড়ছে…
তীক্ষ্ম নখে আঁচড়াচ্ছে মন-উজানের সাতকাহন,
ফসিল স্বপ্নের অপাংক্তেয় অধ্যায়ের রোজকার দহন…
সময়ের যতই থাক নির্ভর পল্টন,
দিনপঞ্জিতে শুধু একটা করে পাতা উল্টিয়ে যাবে,
তবু পাল্টাতে পারবেনা আদিম মনস্ক সমাজের দেমাকি গঠন।

Exit mobile version