Site icon আলাপী মন

কবিতা- শহরের ইতিকথা

শহরের ইতিকথা

-সঞ্জয় কুমার মুখোপাধ্যায় 

শহরকে ভালোবেসে দেখেছিলাম কত স্বপ্ন
ভেবেছিলাম আগামি জন্মেও তুমি হবে শুধুই আমারই !
দেখলাম তোমার রাজপথে জেগে আছে ধ্বংস,
হওয়া রোম নগরীর ফসিল।

তুমি ঘুমিয়ে দুষিত আকাশের মাঝে,
এক নিদ্রাহীন শহর !
কবেই হারিয়েছে তোমার জীবনমুখী নজর।
রাত জাগা পাখির ডানা ঝাপটানোর আওয়াজ
অধরা কৃষ্ণগহ্বরে বয়ে যায়।

আমি বেঁচে আছি এইসব নিয়ে,
আগামী দিনের অধরা ভবিষ্যত চোখের সামনে রেখে।
এখন শুধুই জানান দেয়,
সমাপ্তি শেষে রেখে যাবে এক মৃত শহরের ইতিকথা
যার পরিসমাপ্তির নায়ক হবে…শুধুমাত্র তুমি ও তোমার সন্তানেরা।

Exit mobile version