কবিতা

কবিতা- সাতরাঙা ইচ্ছে

সাতরাঙা ইচ্ছে
– মঙ্গল মন্ডল

মেঘের দিকে দৌড়ে যাওয়া মনের দুটি চরণ
হঠাৎ থমকে গেল, সে দেখে দূরে
একটা চাঁদ উজ্জ্বল হয়ে মেঘ থেকে উঁকি দেয়
আর লুকিয়ে যায়, থমকে যাওয়া মন ভাবে-
এটা রাত না দিন?
ক্ষণে ক্ষণে আলো আঁধারে ভরছে বারংবার!

বিস্মৃত মন চিৎকারে জ্যোৎস্না ছুঁয়ে বলে যায় দূরে – ও চাঁদ,
তুই এলি কেন? আমি তো রবিকে চাই মেঘের ভীড়ে।
তুই এলি কেন? রামধনু তুই তো দিতেই পারবি নে যে!
দৌড়ে ফিরে যা আর সূর্য ভরা আকাশকে ডেকে দে,
আমি সাতরঙের সেই অর্ধবৃত্ত বেরি চোখে মাখতে চাই,
তুই যা, ফিরে যা!
ও হে শশী … ফিরে যা এখনই এই বেলা,
আমি এখন মেঘেদের সাথে গল্প করি।
সাদা বকের দল আবার উড়িয়ে দিয়ে
মেঘ মাখা হৃদয়ে ছবি আঁকি,
সেই ছোট ছোট আশা পূর্ণ করি মনের সাথে।

ঘুম পাড়ানি মাসি পিসির সেই গান গেয়ে
অন্ধকারকে ঘুম পাড়াব, ও চাঁদ তুই রবিরে ডেকে আন।
রবিকে দিয়ে এক মুষলধারায় বৃষ্টি আনবো,
আর রামধনুর রঙ যখন
বৃষ্টির সাথে আমায় ছুঁয়ে মাটিতে মিশবে
তখন রঙের নেশায় ডুবে আমি ঘুমিয়ে যাব
আর নীল আকাশ আমায় শোনাবে
রূপকথার পরী আর রঙিন প্রজাপতির গল্প।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>