Site icon আলাপী মন

কবিতা- নারী

নারী
– উজ্জ্বল সামন্ত

 

 

নারী সৃষ্টির প্রতীক, সৃষ্টির সম্মান রক্ষা করেছো
নারী বংশের প্রদীপ, প্রদীপের নীচের অন্ধকার দেখেছো
নারী শরীর কোমল, কখন কঠিন হয় অনুভবে ছুঁয়েছো
পরম সুখ দুঃখের হেতুও নারী, কখনো কারণ খুঁজেছো

দেবীর পূজা কর, অথচ নানা অছিলায় নারীর অসম্মান
নারী কি কেবল ভোগ্যপণ্য , শরীরী বিনোদনের ভূমিকায়
জীবনসঙ্গী নির্বাচনে কেন রূপ রঙে পছন্দের তকমায়
স্বাবলম্বী হয়েও সামাজিক নিয়মে নারী কেন পরগাছা

আজও কন্যা সন্তান জন্ম হলে আনন্দে কেন ভাঁটা
ছেলেই সোনার আঙটি কেন? হোক না সে যতই বাঁকা
দু’টো চোখই সমান, দৃষ্টিভঙ্গির পার্থক্য কেন তবে
এখনো যদি থাকে লিঙ্গবৈষম্য সমাজ কবে এগোবে!

সমাজ নাকি পুরুষতান্ত্রিক, নারীর কেন নয়
বিধিনিষেধের রক্ষাকবচে কখন সুরক্ষিত হয়?
লড়াই করে টিকে আছে ওরা দিনরাত পরিশ্রম করে
নাম, পরিচয় বদলে নারীরাই কেন সমাজে সংসারে?

Exit mobile version