Site icon আলাপী মন

অণু কবিতা- আর্তি

আর্তি
– অমিতাভ সরকার

 

 

কল্পনার কবচ কুণ্ডলে
কেন বেঁধে দিলে?
আশ্চর্য প্রদীপ জ্বালিয়ে
মুছে ফেলো যত দুঃখ,
নাবালক শিশুর ফুলগুলো দিয়ে তৈরি হোক
নব প্রজন্ম।
নীতিমালার তলায় চাপা থাক শ্রমের লালসা।
বসন্তের কোকিল ডাকুক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে।

ক্ষুধার অন্ন জুটুক ঘরে ঘরে নির্বিঘ্নে।
আর সভা নয় ফানুসের সাজে,
আশ্চর্য প্রদীপ জ্বলুক প্রতিবাদী ঝড়ে।

Exit mobile version